Meghna Cement Mills PLC.

গাইবান্ধায় কিং ব্যান্ড সিমেন্টের মিলনমেলা

গাইবান্ধায় বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কিং ব্র্যান্ড সিমেন্টের সহযোগীতায় অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী মিলনমেলা। আজ শুক্রবার বিকেলে দুই ঘন্টাব্যাপি গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগে পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স নির্মল কুমার সাহার আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রায় সাড়ে চারশ ব্যবসায়ী অংশ নেন।

পরিবশেক প্রতিষ্ঠানের স্বত্বধিকারি বিমল কুমার সাহা বৈদ্যর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কিং ব্যান্ড সিমেন্টের রংপুর-রাজশাহী উইং হেড মো. জিল্লুর রহমান।

এতে বক্তব্য রাখেন কিং ব্যান্ড সিমেন্টের ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম, এরিয়া ম্যানেজার সামিউল ইসলাম পিন্টু, টেরিটরি ম্যানেজার ইলিয়াস আলি মাসুম, পরিবেশক কৃষ্ণ কমল সাহা, গোবিন্দ চন্দ্র সাহা সহ অন্যরা।

এর আগে কোরআন তেলায়ত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পর পরিবেশক প্রতিষ্ঠানের সাবেক কর্ণধার প্রয়াত নির্মল কুমার সাহার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ২৫ জন রিটেইলারকে এক্সক্লুসিভ রিটেইলার পুরস্কার এবং সেরা ২০ বিক্রেতাকে টপ টুয়েন্টি পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

কিং ব্র্যান্ড সিমেন্টের গাইবান্ধা জেলা পরিবেশক বিমল কুমার সাহা বলেন, কিং ব্যান্ড সিমেন্ট এখন জেলায় ব্যবহারকারি ও নির্মানকর্মীদের মধ্যে সবথেকে জনপ্রিয় ব্র্যান্ড। দিন দিন এর প্রসার বাড়ছে। এ জাতীয় আয়োজন ব্যবসায়ীদের উজ্জীবিত করবে। এজিএম জিল্লুর রহমান বলেন, কিং ব্র্যান্ড সিমেন্ট উত্তরাঞ্চলে এখন সর্বাধিক বিক্রিত সিমেন্ট। দীর্ঘ ২৯ বছর ধরে সাধারণ মানুষের আস্থা ও গুণগত মান ধরে রেখেছে।

কালের কণ্ঠ