Meghna Cement Mills PLC.

কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক ইউসুফ অ্যান্ড ব্রাদার্সের হালখাতা

কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক মেসার্স ইউসুফ অ্যান্ড ব্র্যাদার্সের হালখাতা অনুষ্ঠানে সেরা বিক্রেতার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: কালের কণ্ঠ।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পণ্য কিং ব্র্যান্ড সিমেন্টের নীলফামারীর সৈয়দপুরের পরিবেশক মেসার্স ইউসুফ অ্যান্ড ব্রাদার্সের হালখাতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (৭ মার্চ) শহরের বিমানবন্দর সড়কের ইকোহেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে এই হালখাতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) খন্দকার কিংশুক হোসাইন।

এতে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আব্দুল লতিফ, নর্থ উইংয়ের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মো. জিয়াউর রহমান, রংপুর ডিভিশনাল সেলস ম্যানেজার মো. জিল্লুর রহমান প্রমুখ।

সৈয়দপুর শহরের শহীদ জহুরুল হক সড়কের মেসার্স ইউসুফ অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে হালখাতা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের নীলফামারীর ডেপুটি ম্যানেজার মো. শাহীনুর আলম, রংপুরের ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম, দিনাজপুরের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রশিদ, টেরিটরি সেলস এক্সজিকিউটিভ মো. শওকত ইমরান প্রমুখ।

পরে হালখানা অনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের সেরা বিক্রেতাদের মধ্যে ২২টি সেরা, ২০টি বিশেষ ও ২৫০টি সাধারণ পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে ২০২০ সালের সেরা বিক্রেতা হিসেবে নীলফামারীর সৈয়দপুরের শহীদ জহরুল হক সড়কের মেসার্স মোহাম্মদ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন ও লালমনিরহাটে পাটগ্রামের বাউরা’র মেসার্স পুনম ট্রেডার্সের প্রোপ্রাইটার মহাদেব চাঁদ ভুতুরিয়া যৌথভাবে প্রথম পুরস্কার হিসেবে সোনার বার, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ইকবাল ট্রেডার্সের স্বত্বাধিকারী দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি দুই টনের রেফ্রিজারেটর (এসি) এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বড়খাতার হাশেম আলী ও দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুরের বকুল ট্রেডার্স যৌথভাবে তৃতীয় পুরস্কার দেড় টনের রেফ্রিজারেটর (এসি) পেয়েছেন।

 

অনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের আড়াই শতাধিক পাইকারি ও খুচরা বিক্রেতা উপস্থিত ছিলেন।

কালের কণ্ঠ